এক সময় বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমাদেরকে ব্যাংকে বা বিল পে চিহ্নিত কোন দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হতো। যেটা অনেক বিরক্তিকর। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বিল পরিশোধ করতে অনেকেই চান না। তাদের জন্যই আমার আজকের এই পোস্টটি। এই পোষ্টের মাধ্যমে আমি বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দেখাবো।
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
আপনি চাইলে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য দুটি উপায় অনুসরণ করতে পারেন। উপায় দুটি হল - আপনার বাটন মোবাইল থেকে অথবা বিকাশ অ্যাপ থেকে। এই পোস্টে দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের ধাপসমূহ
বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনাকে "বিল-পে" অপশন সিলেক্ট করতে হবে। বিল পে অপশনে গেলে আপনি আরো অনেকগুলো বিল পরিশোধের অপশন দেখতে পাবেন। এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করুন। বিদ্যুৎ সিলেক্ট করার পর নিচে আপনি পল্লী বিদ্যুৎসহ সকল ধরনের বিদ্যুতের লিস্ট পাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় বিলটি পরিশোধ করুন।আমি এ পোস্টে BPDB পোষ্টপেইড বিল পে করে দেখাবো। আমি যে নিয়মটি দেখাবো এই নিয়ম অনুসরণ করে আপনি যেকোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। কারণ সবগুলোর বিল পরিশোধ করার পদ্ধতি একই রকম। আমি যেহেতু BPDB পোস্টপেইড বিল পরিশোধ করা দেখাব তার জন্য আমি নিচের লিস্ট থেকে BPDB পোস্টপেইড অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এটি সিলেক্ট করার পর আপনি নিচের ছবির মত দেখতে পাবেন।
প্রথমে আপনি বিলের মাস দেখতে পাবেন। এখানে সাধারণত বিলের নির্দিষ্ট মাস সিলেক্ট করা থাকে। এরপরও যদি না থাকে আপনি সিলেক্ট করে নিন। এরপর নিচে "কনজুমার নং" দিয়ে দিন। আপনার যদি "কনজুমার নং" টি পেতে সমস্যা হয় তাহলে আপনি পাশে একটা "স্যাম্পল" অপশন দেখতে পাবেন। এই স্যাম্পল অপশনে ক্লিক করলে আপনাকে একটি স্যাম্পল দেখাবে। এই স্যাম্পল টি অনুসরণ করে আপনার বিল থেকে কনজুমার নং টি খুঁজে নিন।আপনি চাইলে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার বিল পরিশোধের রশিদ টি সংগ্রহ করে নিতে পারেন। বিল পরিশোধ সম্পন্ন হলেই আপনি বিল পরিশোধের রিসিভ ডাউনলোড করার অপশন পাবেন। এভাবেই আপনি খুব সহজে লাইন ধরা ছাড়া ঘরে বসে বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিকাশে বিদ্যুৎ বিলের চার্জ
আপনি এখন হয়তো ভাবছেন বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করলে কত টাকা চার্জ কেটে নিবে। হ্যাঁ, আপনাকে এটাও বলে দিচ্ছি। বর্তমানে প্রতি মাসে কয়েকটি বিল ফ্রীতে দিতে পারবেন। অর্থাৎ কোন চার্জ কাটবে না। একটি বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট কয়েকটি বিলের বেশি বিল পরিশোধ করলে পরবর্তি বিলে ১% হারে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।
ব্যাস, এটাই ছিল বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম। আমার এই টিপস গুলো যদি আপনার ভাল লাগে তাহলে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন। আমাদের সাইটে আপনি প্রতিনিয়ত বিভিন্ন টিপস পাবেন
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।