আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাকে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি খুব সহজে যেকোনো অডিও গান ডাউনলোড করতে পারবেন। শুধু গান ডাউনলোড করা নয় আপনি এই অ্যাপস এর মাধ্যমে আপনার পূর্বে ডাউনলোড করা অর্থাৎ আপনার ফোনের সকল গান শুনতে পারবেন। (Best music app for android) এই অ্যাপস এর সবচেয়ে দারুণ একটি বিষয় হল আপনার ফোনে ডাটা কানেকশন চালু থাকলে এই অ্যাপস এর মাধ্যমে আপনি যেকোন গান অনলাইনে সার্চ করে খুঁজে নিয়ে এবং গানটি প্লে করে নিতে পারবেন।
শুধু প্লে করা নয় গানটি যদি আপনার ভাল লাগে সাথে সাথে ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে অতিরিক্ত কোন অ্যাপস ব্যবহার করতে হবে না। অর্থাৎ এক অ্যাপস দিয়ে আপনি ডাউনলোড এবং গান শোনা দুটি করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেই কিভাবে অ্যাপসটি ব্যবহার করবেন। প্রথমে বলে নেই অ্যাপসটির নাম। অ্যাপসটির নাম হলো mp3 মিউজিক ডাউনলোডার। গুগল প্লে স্টোর ( play store) এর হিসাব অনুযায়ী এটি ওয়ান মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষেরও অধিক মানুষ ব্যবহার করে। তাহলে ভেবে দেখুন অ্যাপসটি কতটা জনপ্রিয় (popular apps for mp3 music)। আপনি নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার মেমোরিতে এটি পাবেন। এবার অডিও গান ডাউনলোড করার জন্য অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল করার পর নিচের ছবির মত অ্যাপ ইন্টারফেস দেখতে পাবেন।
অ্যাপস এর উপরে খেয়াল করুন একটি সার্চ আইকন আছে। এই আইকনে ক্লিক করলে আপনি কোন কিছু লেখার একটি অপশন পাবেন। এবার এখানে আপনার পছন্দের গানের নাম টি লিখুন। তারপর সার্চ করুন। তাহলে দেখবেন আপনি অসংখ্য গান পেয়ে যাবেন। এবার আপনার যে গানটি পছন্দ হবে ওদের উপর ক্লিক করুন। ক্লিক করলে এটি চলতে থাকবে। এর সাথে একটি "সেভ আইকন" থাকবে। আপনার যদি গানটি পছন্দ হয় তাহলে "সেভ" বাটনটিতে ক্লিক করলে গানটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। এভাবেই পারবেন আপনি খুব সহজে অডিও গান ডাউনলোড করতে।এবার আপনাকে বলেনি কিভাবে আপনি আপনার মেমোরিতে থাকা গানগুলো এই অ্যাপস এর মধ্যে বাজাবেন। আপনি যদি আপনার মেমোরিতে থাকা গানগুলো এই অ্যাপসের বাজাতে চান তাহলে উপরে একটি জিনিস খেয়াল করুন কিছু অপশন দেখা যাচ্ছে। যেমন Tracks, Album, Folder ইত্যাদি। এই অপশন গুলো তে ক্লিক করলে আপনি আপনার ফোনে থাকা অডিও গান গুলোর লিস্ট দেখতে পাবেন। এবার এখান থেকে আপনার পছন্দের গানগুলো বাজিয়ে দেখতে পারেন। তাহলে বুঝতেই তো পারলেন এই অ্যাপস দিয়ে কত সহজে আপনি গান শুনতে পারবেন এবং অডিও গান ডাউনলোড করতে পারবেন।
এটাই ছিল অডিও গান ডাউনলোড করার উপায় নিয়ে পোস্ট। পোষ্টটি পুরো পড়ে থাকলে আপনি আশা করি উপকৃত হবেন। আমার পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। নিয়মিত এমন আরো টিপস পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।