Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

Vivo Y51 মোবাইলের দামসহ বিস্তারিত তথ্য | Vivo Y51 Price in Bangladesh

সম্প্রতি অন্যতম জনপ্রিয় একটি মোবাইল কোম্পানী Vivo ওয়াই সিরিজের একটি মোবাইল লঞ্চ করেছে। এই মোবাইলটির মডেল হলো vivo y51। ফোনটিতে রয়েছে নানান সব ফিচার যা আপনাকে তাক লাগিয়ে দিবে। এই পোস্টে আমরা দেখব এই vivo y51 price in bangladesh 2022 ও নানান তথ্য। তাই পুরো পোস্টটি ভালো করে দেখে নিন। নিচে আমরা ধাপে ধাপে ভিভো ওয়াই৫১ মোবাইলটির দাম ও বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। 


vivo-y51-price-in-bangladesh

Vivo Y51 Price In Bangladesh

আমরা প্রথমে জেনে নিব vivo y51 মোবাইলটির বর্তমান price কত। চমৎকার এই মোবাইলটির অফিসিয়াল দাম বাংলাদেশে ১৯,৯৯০ টাকা। (৮জিবি ও ১২৮ জিবি)

Vivo Y51 a full specification

এখন আমরা জেনে নিব কি কি রয়েছে এই ফোনটিতে।

রিলিজের তারিখ:

vivo y51 ফোনটি ২০২০ সালের ৩ ডিসেম্বর রিলিজ হয়।

মোবাইলটির কালার:

মোবাইলটি সাধারনত দুটি রংয়ের রয়েছে। একটি হলো Titanium Sapphire এবং অন্যটি হলো Crystal Symphony। উপারের ছবিতে দুটি কালারই দেখানো হয়েছে।

গঠন ও ওজন:

এটির রয়েছি Glass front ও plastic body। অর্থাৎ Minimal Notch স্টাইলের। এর পরিধি 163.9 x 75.3 x 8.4 mm এবং এর ওজন 188g.

আরেকটি নতুন মোবাইল: Xiaomi Redmi Note 11 Pro Price In Bangladesh

ব্যাটারি:

নতুন ফোন কেনার ক্ষেত্রে আমরা আরেকটি যে জিনিস দেখি তা হলো ব্যাটারির কার্যক্ষমতা। vivo y51 মোবাইলের ব্যাটারি হলো Lithium-polymer 5000 mAh (non-removable) এর। এছাড়াও এটাতে রয়েছে ফাস্ট চার্জিং (18W Vivo FlashCharge, 70% in 67 minutes) সুবিধা।

অপারেটিং সিস্টেম ও মেমোরি:

vivo y51 হলো Android 11 ভার্সনের। এটিতে Octa core, up to 2.0 GHz প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর GPU হলো Adreno 610 এবং চিপসেট হলো Qualcomm Snapdragon 662 (11 nm)। 

এগুলোর সাথে রয়েছে ৮ জিবি রম। এছাড়াও ফোন স্টোরেজ রয়েছে ১২৮ জিবি। এছাড়াও রয়েছে ডেডিকেটেড MicroSD Slot।

ডিসপ্লে:

এটির ডিসপ্লে সাইজ হলো  ৬.৫৮ ইঞ্চি। এটির রেজুলেশন হলো ফুল HD+ ১০৮০ x ২৪০৮ পিক্সেল (৪০১ ppi)। এটি IPS LCD Touchscreen প্রযুক্তির এবং মাল্টিটাচ সাপোর্টেড।

কানেক্টিভিটি:

এই ফোনটি ৪জি সাপোর্টেড। আপনি এটাতে দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এর WLANসাপোর্টের মধ্যে আছে dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot। এর ব্লুতুথ ভার্সন হলো ৫.০, A2DP, LE এবং USB ভার্সন ২.০ সাথে টাইপ C সাপোর্টেড। জিপিএস সুবিধার মধ্যে পাচ্ছেন A-GPS, GLONASS, GALILEO, BDS। আপনি এটাতে ওটিজি ব্যবহারের সুবিধা পাবেন। আবার FM রেডিও তে আছেই।

ক্যামেরা:

নতুন ফোন কিনতে গেলে আমরা যেটা বেশি দেখি তা হলো এটির ক্যামরা কেমন। vivo y51 মোবাইলটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং F/2.0 aperture, 1/3.06″ 1.0µm ফিচারসহ আরো অনেক কিছু। সামনের ক্যামরা দিয়ে ফুল HD অর্থাৎ ১০৮০ পিক্সেলের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবার আসি পিছনের ক্যামরায়। এর পিছনে রয়েছে তিনটি ক্যামরা। 

যেগুলো ৪৮ + ৮ + ২ মেগা পিক্সেলের এবং PDAF, LED flash, HDR, 120º ultrawide, macro lens সহ আরো অনেক ফিচার রয়েছে। এটির ভিডিও রেজুলেশন হলো ৪কে আল্ট্রা এইচডি (২১৬০ পিক্সেল), গিয়ো ইআইএস(১০৮০ পিক্সেল)।

সাউন্ড ও সিকিউরিটি:

এটির সাউন্ড জ্যাক হলো ৩.৫এমএম। লাউডস্পিকার ফিচার তো আছেই। প্রধান সিকিউরিটি হিসেবে থাকছে  সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক।

আরো: Oppo Reno 8T 5G Mobile Price & Features

অন্যান্য ফিচারসমূহ:

উপরোক্ত ফিচারগুলো ছাড়াও এই মোবাইল সেটটিতে ফিঙ্গারপ্রিন্ট,  এক্সিলারোমিটার, প্রক্সিমিটি, গিরোস্কোপ সহ আরো বিভিন্ন ফিচার রয়েছে। যা সত্ত্যিই অসাধারন।

এটিই হলো vivo y51 price in bangladesh ও দারুন সব ফিচার সমূহ। এমন আরো মোবাইল আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. হয়তো আপনার জন্য ভালো না। কিন্তু আমি মনে করি স্বল্প বাজেটের জন্য
      vivo Y51 অনেকটা ঠিক আছে। এরপরও একেকজনের মত একেক রকম। ধন্যবাদ

      মুছুন
    2. ভাইজান আমি Vivo y51 ফোনটি কিনতে চাই, আমি জানতে চাচ্ছি ফোনটি আসলে প্রকৃত পক্ষে কেমন হবে?

      মুছুন
    3. স্বল্প বাজেটের জন্য এটা ঠিক আছে।

      মুছুন

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।