Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

বিরক্তিকর যেকোন কল ব্লক করার সেরা অ্যাপস | Best Call Blocker Apps

বিরক্তিকর যেকোন কল ব্লক করার জন্য আমাদের ভালো একটি অ্যাপস সত্ত্যিই অনেক দরকার। এই পোস্টে এমনই একটি call blocker apps সমপর্কে বলব যেটি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কল সেটিংস করা যায়। যেগুলো আপনি ফোনের কল সেটিংস ব্যবহার করা ছাড়াই করতে পারবেন।

unknown call blocker

বর্তমান মোবাইলের যুগে আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং বিভিন্ন প্রয়োজনে আমরা মোবাইলে অনেকের সাথে কথা বলি। কিন্তু অনেক সময় দেখা যায় অপরিচিত কিছু নাম্বার আমাদেরকে ফোন করে বারবার বিরক্ত করে। তাই অনেকে এর প্রতিকার খুঁজে থাকেন।

যদিও ফোনের call settings ব্যবহার করে খুব সহজে ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে পারেন। আবার অনেকের ফোনে এই সেটিংস গুলো না থাকার কারণে সমস্যাটির সমাধান খুঁজে পান না। যারা এমন সমস্যায় ভুগছেন তাদের জন্য দারুন একটি অ্যাপস নিয়ে এই পোস্টটি করা হলো। যেটা দিয়ে আপনি অনেক কাজই খুব সহজেই করতে পারবেন।

কল ব্লকার অ্যাপ সম্পর্কে বিস্তারিত

আমি আপনাদের সাথে যে অ্যাপ এর কথা বলবে তার নাম হলো "Calls Blacklist-Call Blocker"। প্লে স্টোরের হিসাব অনুযায়ী এই অ্যাপটি 10M+ অর্থাৎ ১০ লক্ষের অধিক মানুষ ডাউনলোড করে। তাহলে বুঝতেই তো পারছেন এটি কত জনপ্রিয়। আপনি এটি Google Play Store গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে তারপর ওপেন করুন।

এটি প্রথমবার ওপেন করতে গেলে একটা ইন্টারফেস দেখাবে। এখানে দুটি অপশন থাকবে। একটি হলো কল এর জন্য এবং অন্যটি হলো মেসেজ এর জন্য। কল এর জন্য এটা অটোমেটিক সেট করা থাকে। তবে আপনি যদি আপনার ফোনে মেসেজ আসাও বন্ধ করতে চান তাহলে মেসেজ অপশনটি চালু করে দিন। আর যদি মেসেজ আসা বন্ধ করতে না চান তাহলে এটি অফ রেখে নিচের কনটিনিউ বাটনে ক্লিক করুন। এবার আপনাকে কিছু পারমিশন yes করে দিতে হবে। তাহলে অ্যাপটি ব্যবহারের উপযোগি হবে এবং ওপেন হয়ে যাবে।

Call Blocker App দিয়ে নাম্বার ব্লক করার উপায়

এবার অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বলছি। অ্যাপটি চালু হওয়ার পর নিচে দেখুন একটি যোগ (+) চিহ্ন রয়েছে। এটাতে ক্লিক করে আপনি ফোনবুক থেকে যেকোন নাম্বার যোগ করে ব্লক করে রাখতে পারবেন। এছাড়াও উপরে ডান পাশে দেখুন একটি তীর বাটন রয়েছে। এটাতে ক্লিক করে আপনি কোন নাম্বারের কল বা মেসেজ ব্লক করতে চান তা সিলেক্ট করে দিতে পারবেন। এজন্য তীর বাটনটিতে ক্লিক করুন। প্রথমে কল ব্লক করার সেটিংস পাবেন। এখানে Private numbers, unknown number calls, all calls অপশন পাবেন। এখান থেকে যেকোন সেটিংস চালু করে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে পারবেন।

তারপরের অপশন হলো মেসেজ এর জন্য। এখান থেকেও আপনি একই নিয়মে মেসেজ ব্লক করে রাখতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি। অ্যাপটি প্রথমবার চালু করার সাথে সাথে আপনার ফোনের স্ট্যাটাসবারে অ্যাপটি আইকন যুক্ত হযে যাবে। আপনি চাইলে স্ট্যাটাস বার থেকে এটি রিমুভ করে দিতে পারবেন। এর জন্য অ্যাপটির উপরে ডান পাশে দেখুন তিনটি বিন্দু আছে। এগুলোতে ক্লিক করে কিছু অপশন পাবেন। এখান থেকে স্ট্যাটাসবার আইকন নামের অপশনটি বন্ধ করে দিন। এছাড়াও এখানে অনেক সেটিঙস রয়েছে। যা একবার দেখে নিতে পারবেন।

এভাবেই আপনি Call Blocker App এর মাধ্যমে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে ইনকামিং কল আসা বন্ধ করে দিতে পারবেন। আবার আপনি যদি অ্যাপটি বন্ধ করে রাখেন তাহলে আবার আগের মত আপনার ফোনে সকল নাম্বার থেকে কল আসবে। আমার এ পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ