Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলে এমবি কম কাটার কার্যকরী কিছু উপায়

আপনার মোবাইলে এমবি বেশি কাটে কেন তা নিয়ে ভাবনার দিন শেষ। এখন থেকে আপনি নিজেই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। এই পোস্টে আপনাকে কিছু টিপস বলে দিচ্ছি। মনোযোগ দিয়ে পোস্টটি পড়ে নিন। তারপর টিস গুলো অনুসরণ করুন। তাহলে আপনার মোবাইলে অতিরিক্ত এমবি কাটা বন্ধ হয়ে যাবে।

এমবি কম কাটার উপায়

বর্তমান ইন্টারনেটের যুগে আমরা সবাই কম বেশি নেট ব্যবহার করি। বর্তমান সময়ে এই ইন্টারেনট ছাড়া আমাদের কোন গতি নেই। কিন্তু এই ইন্টানেট চালাতে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়। তবে আমাদের অনেকের একটা জটিল সমস্যা হচ্ছে মোবাইলে এমবি বেশি কাটা। এটা নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় থাকি। তখন আমরা এমবি কম কাটার উপায় খুঁজে থাকি।

মোবাইলে এমবি কম কাটার উপায়

মোবাইলে এমবি কম কাটার চমৎকার কিছু উপায় রয়েছে। এগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস হিসেবে কাজ করবে। নিচে আমি কয়েক ধাপে টিপসগুলো শেয়ার করছি। তাহলে দেরি না করে জেনে নিন কিভাবে কি করতে হবে।

ডাটা সেভার চালু রাখা

মোবাইলে অতিরিক্ত এমবি কাটা বন্ধ করার জন্য প্রথমে আপনার মোবাইলে Data Saver Settings টি চালু করে নিন। এই সেটিংসটি চালু রাখলে আপনার ফোনে অতিরিক্ত এমবি খরচ কমবে। এই সেটিংসটি চালু করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডাটা সেটিংস অপশনে যাবেন। তারপর সেখান থেকে Data Saver অপশনটি খুঁজে নিন। তারপর এটি চালু করে দিন। বিভিন্ন মোবাইলে সেটিংস ভিন্ন রকম। তাই আপনার ফোন থেকে সেটিংসটি খুঁজে নিন। তাহলে আপনার ফোনে mb বেশি কাটবে না।

ডাটা খরচ লিমিটেশন

কিছু মোবাইলে ডাটা খরচ কমানোর জন্য একটা সেটিংস থাকে। এটি হলে Data Limit। আপনার ফোনে এই সেটিংসটি আছে কিনা দেখে নিন। মোবাইলের Data Settings এ গেলে আপনি এই সেটিংসটি পেয়ে যাবেন। যদি থাকে তাহলে আপনার ফোনের জন্য প্রতিদিনের বা প্রতি সপ্তাহের ডাটা খরচ নির্দিষ্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি একদিনের জন্য যতটুকু ডাটা সেট করবেন ঠিক ততটুকু ডাটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপর আর চলবে না। এভাবে mobile data save করতে পারবেন।

অ্যাপস ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ

মোবাইলে অতিরিক্ত এমবি কাটা বন্ধ করার আরেকটি চমৎকার উপায় হলো অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ রাখা। আমরা মোবাইলে অনেক অ্যাপস ব্যবহার করি। সব অ্যাপস ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়না। কিন্তু আমরা যখন ডাটা কানেকশন চালু করি আমাদের ফোনে থাকা অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে এমবি কাটে। এটা আমরা সবাই জানি না। আপনি চাইলে যেকোন অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে রাখতে পারবেন।

ফলে আপনি যদি অ্যাপটি ব্যবহার না করেন তাহলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কোন ডাটা চার্জ করবে না। এটি করার জন্য আপনার মোবাইল সেটিংস থেকে অ্যাপস অপশনে যান। তাহলে আপনার আপনার ফোনে থাকা সকল অ্যাপস দেখতে পাবেন। এখানে আপনি যে ফোনের ব্যাকগ্রাউন্ডে ডাটা বন্ধ করতে চান সেই অ্যাপসে ঢুকুন। তাহলে Data usage নামে একটি সেটিংস পাবেন। এখানে Background Mobile Data নামে একটি সেটিংস পাবেন। এটি সাধারনত চালু করা থাকে। আপনি এটি বন্ধ করে দিন। তাহলেই আপনার কাজ শেষ।

অটো অ্যাপ আপডেট বন্ধ করা

আমাদের মোবাইল আমরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। বিভিন্ন সময় এসব অ্যাপ আপডেট করার প্রয়োজন হয়। আমাদের মোবাইলে অ্যাপ আপডেট করা অটোমেটিক অপশন চালু থাকে। যার কারনে যখন কোন অ্যাপস এর আপডেট প্রয়োজন হয় তখন এগুলো ডাটা কানেকশন চালু করার সাথে সাথে আপডেট হয়ে যায়। এতে করে মোবাইলে অতিরিক্ত এমবি খরচ হয়। তাই আপনি চাইলে এই অটো অ্যাপ আপডেট বন্ধ করে দিটে পারবে। এর জন্য গুগল play store এ গিয়ে সেটিংস থেকে অটো অ্যাপ আপডেট সেটিংসটি বন্ধ করে দিন।

ডাটা কনজিউমিং অ্যাপ অপ্টিমাইজ

বর্তমানে আমাদের ব্যবহৃত এমন কিছু অ্যাপ আছে যেগুলো অনেক বেশি পরিমানে ডাটা খরচ করে। আপনি যদি এই অ্যাপসগুলো কাস্টমাইজেশন করে নিন তাহলে মোবাইলে mb খরচ কমবে। এমন অ্যাপগুলো হলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি। আমি বহুল ব্যবহৃত এই দুটি অ্যাপ নিয়ে বলছি। আপনার যদি মনে হয় যে আপনার ব্যবহৃত আরো অনেক অ্যাপ আছে যা  আপনার অনেক ব্যবহার হয় সেগুলোর সেটিংস পরিবর্তন করে নিতে পারেন।

এখন বলে নিই কিভাবে অ্যাপগুলো কাস্টমাইজ করবেন। প্রথমে ফেসবুক অ্যাপ চালু করুন। তারপর সেটিংস থেকে মিডিয়া সেটিংসটি খুঁজে নিন। এখান থেকে  অটো প্লে অপশনটি বন্ধ করে দিন। এটি চালু থাকলে আমরা যখন ফেসবুক চালাই তখন ভিডিও অটোমেটিক চালু হয়ে যায়। এতে ফেসবুক অ্যাপে এমবি খরচ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হলো ইউটিউব। এখানেও অটো প্লে সেটিং বন্ধ করে দিন। এছাড়াও ইউটিউবে ডাটা সেভিং অপশন চালু করে দিন।

এছাড়াও আপনি চাইলে এসব কাজ গুগলের Datally App ব্যবহার করেও করতে পারবেন। তাহলে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। মোবাইলে এমবি কম কাটার উপায় হিসেবে অ্যাপটি ভালো কাজ করে।

ব্যাস, উপরের কাজগুলো করলে আপনার ফোনের অতিরিক্ত এমবি খরচ কমে যাবে। এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ