বর্তমান মোবাইলের যুগে আমরা আমাদের ফোনে অনেক অ্যাপ ব্যবহার করি। আমাদের সুবিধার জন্য বিভিন্ন অ্যাপ কর্তৃপক্ষ বিভিন্ন সময় নতুন আপডেট নিয়ে আসে। এই আপডেটের ফলে আমাদের অ্যাপ গুলো অনেক সময় অটোমেটিক আপডেট হয়ে যায়। তাই আমাদের মোবাইলে এমবি বেশি কাটে।
কেন এই সেটিংসটি বন্ধ করবেন?
আগে বলে নেই কেন এই সেটিসটি বন্ধ করবেন। এই সেটিংসটি বন্ধ করলে আপনার মোবাইলে এমবি কম কাটবে। কারন এটি চালু থাকলে আপনার অজান্তে মোবাইলে সকল অ্যাপ আপডেট হতে থাকবে। যার ফলে মোবাইল অতিরিক্ত এমবি খরচ হবে। যদি বন্ধ করে রাখেন তাহলে এই সমস্যা থেকে নিস্তার পাবেন। এক কথায় এই সেটিংসটি মোবাইলে এমবি কম কাটার অন্যতম একটি উপায়। how to stop auto update play store appকিভাবে প্লেস্টোরে সেটিংসটি বন্ধ করবেন?
আপনি যদি ভেবে থাকেন যে আপনার ফোনে অতিরিক্ত এমবি কাটা বন্ধ করবেন এবং auto update apps সেটিংসটি বন্ধ করবেন তাহলে আমার দেখানো উপায় অনুসরণ করুন।প্রথমে আপনার ফোন থেকে playstore app টি ওপেন করুন। তারপর উপরের বামপাশ খেয়াল করুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগে ক্লিক করুন। তাহলে এখানে আপনি অনেকগুলো সেটিংস পাবেন। এখান থেকে সবার নিচে Settings এ ক্লিক করুন। তারপর আপনি আরো কিছু সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসগুলো থেকে তিন নাম্বারে যে সেটিংসটি (Auto Update Apps) আছে ওপেন করুন। এখানে আপনি তিনটি অপশন খুঁজে পাবেন। অপশন গুলো নিয়ে নিচে আলোচনা করা হলো।
- Over Any Network
এই সেটিংসটি চালু করে দিলে আপনার ফোনে ডাটা বা ওয়াইফাই কানেক্ট করলেই সকল অ্যাপ নিজে থেকেই আপডেট হয়ে যাবে।
- Over Wi-fi Only
- Do Not Auto Update Apps
পরামর্শ:
আপনার জন্য আমার একটি পরামর্শ হলো, আপনার ফোনে যদি যথেষ্ঠ ডাটা প্যাক বা ওয়াইফাই ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেটিংসটি বন্ধ না করাই ভালো হবে। কারন আপনার ফোনের অ্যাপগুলো যদি আপডেট করাতে পারেন তাহলে উক্ত অ্যাপের নতুন নতুন ফিচার গুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যদি বন্ধ করে রাখেন তাহলে নতুন ফিচার গুলো মিস করবেন। তবে ফোনের কোন ক্ষতি হবে না।
আপনি যদি আমাররএই টিপসটি পছন্দ করেন তাহলে সবার সাথে শেয়ার করুন। আর কোন কিছু জানার থাকলে বা বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।