Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

অন্যের ফোন কল নিয়ে আসুন নিজের ফোনে কোন কোড ছাড়াই | Call Divert or Call Forward Settings

অন্যের মোবাইলের কল কিভাবে নিজের ফোনে আনতে হয় তা জানতে এই পোস্টটি পড়ে নিন। এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই একটি সিমের কল অন্য সিমে আনা যায়।

অন্যের কল নিজের ফোনে আনা

অন্যের কল নিজের ফোনে আনা

বর্তমান প্রযুক্তির যুগে আমাদের জীবনে মোবাইলের ব্যবহার অনস্বীকার্য। আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করে সবাইকে কল করে থাকি এবং কথা বলে থাকি। আমাদের আজকের পোস্টের মূল আলচ্যবিষয় হলো কিভাবে অন্যের কল নিজের ফোনে আনা যায়। একটি কল সেটিংসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন।

আর এটি হলো কল ডাইভার্ট। এই সেটিংসের আরেকটি নাম হলো কল কল ফরওয়ার্ড। এই দুটি সেটিংসের একই কাজ। কোন মোবাইলে  ডাইভার্ট নামে আবার কোন মোবাইলে ফরওয়ার্ড নামে সেটিংসটি রয়েছে। তাই এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এছাড়াও অনেক সময় অন্যের কল নিজের ফোনে আনার জন্য কোড ব্যবহার করা হয়।

প্রথমে জেনে নিব কল ফরওয়ার্ড সম্পর্কে। what is call forwarding? এটি হলো এক ধরনের কল সেটিংস যা একটি সিমের ইনকামিং কল অন্য সিমে নিয়ে যাবে। এমনকি এই সিস্টেমে এসএমএসও ট্রান্সফার করা যায়।

কল ডাইভার্ট করার নিয়ম

এবার আমরা জেনে নিব কল ডাইভার্ট কিভাবে করতে হয়। এটাই হলো আমাদের মূল কাজ। রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক ও টেলিটক যেকোন সিমে এটি করা যাবে। প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে কল সেটিংসে যেতে হবে। সাধারনত এন্ড্রয়েড মোবাইল দিয়ে ডায়ালপ্যাড ওপেন করে নিচে বা উপরের বিন্দুতে ক্লিক করে call settings পাবেন। এখান থেকে কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং অপশনে ঢুকুন। তারপর আপনি নিচের মত কিছুন অপশন পাবেন।

Always Forward - সবসময় ফরওয়ার্ড

এই সেটিংসটি যদি আপনি চালু করে দেন তাহলে সবসময় উক্ত সিমের কল ডাইভার্ট বা ফরওয়ার্ড হয়ে অন্য নাম্বারে চলে আসবে।

When Busy - যখন ব্যস্ত থাকবেন

এর অর্থ হলো এই সেটিংসটি চালু থাকলে এবং কোন কল আসলে তা যদি কেটে দেয় তাহলে কলটি অন্য নাম্বারে চলে যাবে।

When Unanswered - যখন উত্তর দেওয়া হবে না

অর্থাৎ আপনার সিমে যদি কোন কল আসে এবং উক্ত কল যদি আপনি রিসিভ করতে না পারেন তাহলে তা অন্য নাম্বারে চলে যাবে।

When Unreachable - যখন কল আসবে না

যদি কোন কারনে আপনার সিমে কল না আসে এবং এই সরটিংসটি চালু থাকে তাহলে অন্য নাম্বারে আসবে।

এতক্ষণ আমরা সেটিংসগুলো সম্পর্কে জানলাম এবার আমরা দেখে নিব কিভাবে সেটিংসগুলো করতে হয়। এগুলো সাধারনত অফ করা থাকে। আপনি উপরের দেখানো অপশন থেকে যেকোন একটি সেটিংস চালু করতে পারবেন। তাই আপনজনের বা প্রেমিকার কল নিজের ফোনে আনতে চান তাহলে যেকোন সেটিংসের উপর ক্লিক করুন। তাপর আপনাকে একটা নাম্বার দিতে হবে। ধরুন, গার্ল ফ্রেন্ডের কল আপনার মোবাইলে আনবেন। এর জন্য তার মোবাইলটি নিন। তারপর উপরে দেখানো যেকোন একটি সেটিংসের উপর ক্লিক করুন।

তাহলে আপনি অন্য কোন নাম্বার যুক্ত করার অপশন পাবেন। এখানে এমন কটি নাম্বার দিন যেখানে আপনার প্রিয়জনের কলটি আসবে। আপনি যদি আপনার নাম্বার দিয়ে দেন তাহলে ওর সব কল আপনার ফোনে আসবে। তাই নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিন। এখন call divert তথা forward করা হয়ে গেল।

কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়ম

এবার আপনাদের কল ফরওয়ার্ডিং বন্ধ করার নিয়ম সম্পর্কে বলব। এটা তেমন কোন ঝামেলা নাই। ঠিক আগের মত করে কল সেটিংসর যান। তারপর কল ডাইভার্ট করার জন্য যে সেটিংসটি চালু করেছিলেন সেটি অফ করে দিন। তাহলে call forwarding cancel হয়ে যাবে।

অন্যের কল নিজের ফোনে আনার কোড সমূহ

আবার আপনি চাইলে কোন সেটিংস নাড়াচাড়া না করে শুধু মাত্র কোড ব্যবহার করে এই ফিচজর গুলোর সুবিধা ভোগ করতে পারবেন। যারা call forwarding off করার bd code খুঁজে থাকে। তাদের জন্য নিচে ধাপে ধাপে কল সেটিংস অনুযায়ী কোড গুলো বলে দিচ্ছি।

  •  Always Forward এর মাধ্যমে সকল কল ডাইভার্ট চালু করার জন্য **২১*যার নাম্বারে কল আনবেন সেই নাম্বার# ডায়াল করুন। তা deactivate করার জন্য ##২১# ডায়াল করুন। আবার এটি চালু নাকি বন্ধ তা চেক করার জন্য ডায়াল করতে হবে *#২১#।
  •  When Busy সেটিংস চালু করার কোড হলো **৬৭*নাম্বার#। এটি stop করার কোড ##৬৭#। এটির স্ট্যাটাস যাচাই করার জন্য ডায়াল *#৬৭#।
  •  When Unanswered এর মাধ্যমে অন্য সিমে কল ট্রান্সফার করার কোড হলো **৬১*নাম্বার#। এটি বন্ধ করার কোড ##৬১#। এটির স্ট্যাটাস যাচাই করার জন্য ডায়াল *#৬১#।
  •  When Unreachable চালু করার জন্য **৬৭*নাম্বার#। এটি cancel করার কোড ##৬৭#। এটির স্ট্যাটাস যাচাই করার জন্য ডায়াল *#৬৭#।

বি.দ্র: সকল কল ডাইভার্ট বাতিল করার জন্য ##০০২# কোডটি ব্যবহার করতে পারেন।

কল ফরওয়ার্ডিং তথা ডাইভার্ট চার্জ

আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে, আপনি যদি কল ফরওয়ার্ড করেন তাহলে কোন ইনকামিং কল আসলে প্রদত্ত সিম থেকে টাকা কেটে নিবে। যদিও স্বাভাবিক অবস্থায় ইনকামিং কল রিসিভ করলে টাকা কাটে না।

এভাবেই আপনি খুব সহজেই অন্যের কল নিজের ফোনে আনতে পারবেন। এছাড়া দরকারি কোড গুলোও পেয়ে গেলেন। এমন আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

22 মন্তব্যসমূহ

  1. এমন কি হতে পারে যে, অন্যের নাম্বারে কল আসার সাথে সাথে আমার নাম্বারে কল আসবে। এবং তারা যে কথা বলে আমি সেগুলো শুনতে পাবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যেটি জানতে চাচ্ছেন এমন কোন উপায় এই মুহুর্তে আমার জানা নাই। পরে কখনো জানতে পারলে এই বিষয় নিয়ে পোস্ট করব।

      মুছুন
  2. উত্তরগুলি
    1. ধন্যবাদ। এমন আরো টিপস পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।

      মুছুন
  3. ঠিক বুঝলাম না।এতে তো আমার ফোনে যত কল আসবে তা অন্য নম্বরে চলে!যাবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না ভাইয়া আপনার সিমটি যদি কারো নাম্বারে call divert করে রাখেন তাহলে ওই সিমের কল আপনার ফোনেই আসবে। আপনার গুলো অন্য নাম্বারে যাবে না। আপনি পোস্টটি সম্পূর্ণ আবার পড়ে নিন। তাহলে বুঝতে সমস্যা হবে না।

      মুছুন
  4. প্রিয়জনের কার সাথে কথা বলে এটার কল এবং ম্যাসেজ আমার ফোনে দেখার নিয়ম কি যাতে সেও টের না পাই এদিক থেকে আমার ও জানা হয়ে যাবে সারাদিন কল অথবা ম্যাসেজ অন্য মানুষের সাথে করে কিনা জানা থাকলে প্লিজ বলুন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, জানতে পারবেন। অন্যের কল লিস্ট দেখার নিয়ম বিষয়ে আমার একটি পোস্ট আছে। আপনি এটি দেখতে পারেন।

      মুছুন
    2. অন্য ফোনের পাসওয়ার্ড দেয়া থাকলে কি করে তা জানা যায়

      মুছুন
    3. দুঃখিত ভাইয়া, আপনার কথা বুঝতে পারলাম না। দয়া করে আপনার সমস্যাটি ক্লিয়ারলি বলবেন?

      মুছুন
  5. অতীতের কল রেকর্ডিং বের করার কোন উপায় আছে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দুঃখিত, এমন কোন টিপস আমার জানা নেই। যদি জানতে পারি তাহলে পোস্ট করব। ধন্যবাদ।

      মুছুন
  6. ভাইয়া প্রিয়জন যাকে মেসেজ দেয় সে মেসেজগুলি যেন আমার ফোনেও আসে আমি যেন সেগুলো পড়তে পারি।প্রিয়জনের কাছে বাটন ফোন।এমন হবেকি

    উত্তরমুছুন
  7. আচ্ছা ভাই মনে করেন এমন কি কোন সিস্টেম আছে যে আমি একটি নাম্বারে ডাইভেট করলাম, যেই নাম্বারের সাথে ডাইভেট করলাম ওই নাম্বারে যা কল আসবে,তা আমার এইখানে আসবে আবার এই কল তার ফোনেও যাবে সে যেন বুঝতে না পারে যে আমি তাদের কথা শুনতেছি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না ভাইয়া এমন কোন সিস্টেম নাই। কল ডাইভার্ট করলে ওই নাম্বারের কল আপনার কাছেই আসবে। ওই নাম্বারে আসবে না।

      মুছুন
  8. আমার ফোনে অন্য একজনের কল আসে।আমি এটার জন্য খুব ই চিন্তিত।আমি চাইনা অন্য এক সিমের কল আমার সিমে আসুক।সে জানিনা কি অপশন চালু করছে।তাই তার কাছে আসা কলগুলো আমার কাছে আসে।এতে আমি খুব বিরক্তিবোধ করছি।আমি এর থেকে রক্ষা পেতে চাই।আপনি দয়া করে আমাকে হেল্প করেন।কিভাবে আমি এই সমস্যার সমাধান করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি ওই সিমের কল ডাইভার্ট অপশনটি বন্ধ করে দিন। তাহলে ওই সিমের কল আপনার ফোনে আসবে না।

      মুছুন
  9. ভাইয়া আমি,
    একজনের নাম্বারে ফোন দিবো কিন্তু যেই লোকটাকে ফোন দিবো সে এখন আমাকে বলতাছে আমার নাম্বারে ফোন দিওনা কারণ আমার নাম্বার drivet করা আছে
    এখন আমার প্রশ্ন হলো আমি যদি তাকে ফোন দেই তাহলে কলটা কার ফোনে যাবে।
    নাকি দুজনের ফোনেই যাবে,,,?
    প্লিজ আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন,,?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি নাম্বারটি ডাইভার্ট করা থাকে তাহলে কলটি ওনার কাছে যাবে না। যার নাম্বারে ডাইভার্ট করা হয়েছে তার নাম্বারে কল যাবে।

      মুছুন

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।