মোবাইলে ইনকামিং কল বন্ধ করার নিয়ম
Call barring এমন একটি settings যার মাধ্যমে আপনি চাইলে খু্ব সহজেই আপনার ফোনে কল আসা ও যাওয়া বন্ধ করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার রবি, জিপি, এয়ারটেল বা বাংলালিংক সিমের সকল ইনকামিং কল অফ করবেন তাহলে আপনি খুব সহজেই তা করতে পারবেন। শুধুমাত্র আপনাকে আমার দেখানো উপায়টি দেখতে হবে। এখানে আপনি call barring meaning in bengali জানতে পারবেন।
বকবকানি অনেক হলো। এবার চলুন শুরু করি মূল পোস্টটি। মোবাইলে ইনকামিং কল বন্ধ করার জন্য প্রথমে আপনাকে আপনার call settings অপশনটি বের করে নিন। আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করলে সেখান থেকে বের করতে পারবেন। আর আপনি যদি বাটন মোবাইল ব্যবহারকারী হোন তাহলে সেটিংসে গেলে কল সেটিংস অপশনটি পাবেন।
এবার আপনি যে সিমের আউটগোয়িং ও ইনকামিং কল বন্ধ করতে চান ওই সিমের সেটিংসে যান। তারপর ওইখান থেকে কল বেরিং অপশনটিতে যান। এখানে আপনি কিছু সেটিংস দেখতে পাবেন। সেটিংস গুলো নিচের মতোই পাবেন।
- All Incoming Calls - সকল ইনকামিং কল বন্ধ
Incoming call setting এর প্রথম ধাপ এটি। আপনি যদি আপনার ফোনের সকল ইনকামিং কল বন্ধ করতে চান তাহলে এই সেটিংসটি অন বা চালু করে দিন। তাহলে আপনার সকল incoming call off হয়ে যাবে।
- Incoming Call When Roaming - রোমিং ইনকামিং কল
এই সেটিংসটি চালু করলে রোমিং অবস্থায় আপনার ফোনে কোন আন্তর্জাতিক কল অর্থাৎ বিদেশ থেকে কল আসা বন্ধ হয়ে যাবে।
- All Outgoing - সকল আউটগোয়িং কল বন্ধ
আপনি যদি মনে করেন যে আপনার ফোনের সকল আউটগোয়িং কল বন্ধ করবেন তাহলে আপনাকে এই সেটিংসটি চালু করে নিতে হবে।
- Outgoing International - ইন্টারন্যাশনাল আউগোয়িং বন্ধ
এই সেটিংস ব্যবহার করে আপনি আপনার ফোনের সকল ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল বন্ধ করতে পারবেন। অর্থাৎ এই সেটিংস চালু করলে আপনার সিমে বিদেশ থেকে কোন কল আসবে না।
- Deactivate All - সব কল সেটিং বাদ করুন
এই সেটিংসের মাধ্যমে আপনার চালু করা যেকোন কল বেরিং সেটিংসটি বন্ধ করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে আবার আউটগোয়িং বা ইনকামিং কল চালু হবে।
লক্ষণীয় যে, আপনি যখন এই সেটিংসগুলো চালু বা বন্ধ করতে যাবেন তখনি আপনাকে একটি call barring password দিতে হবে। আর এটি সাধারনত ফোনের ডিফল্ট পিন দিতে হয়। একেক ফোনের ইনকামিং কল বন্ধ করার কোড একেক রকম হয়। যেমন- আমার HUAWEI GR5 2017 ফোনের ডিফল্ট পিন হলো চারটি শূন্য (০০০০)। HUAWEI সহ আরো অনেক ফোনের ডিফল্ট কোড চারটা শূন্য(০০০০)। তবে কিছু ফোনের ক্ষেত্রে কিছু ভিন্ন হতে পারে। যেমন- ১১২২, ১১১১, ২২২২, ০০১১, ০০০০, ১২৩৪ ইত্যাদি। এই পিনগুলো যদি আপনার কাজ না করে তাহলে আপনি কষ্ট করে গুগলে সার্চ করে আপনার ফোনের ইনকামিং কল বন্ধ করার কোড নিবেন।
তবে বর্তমানে call barring settings কাজ করছে না। এমনকি ইনকামিং কল বন্ধ করার কোড দিয়েও কাজ করছে না। তাই আপনাদের জন্য আমি আরেকটি টিপস যুক্ত করছি। এটি করার জন্য আপনার ফোনের কল সেটিংসে যান। তারপর ব্ল্যাকলিস্ট সেটিংস থেকে Interception rules নামে সেটিঙসটি খুঁজে নিন। একেক মোবাইলে সেটিসটি একেক রকম হতে পারে। তাই মোবাইল থেকে এটি খুঁজে বের করুন। তারপর এই সেটিঙসে ঢুকুন। তাহলে আপনি Block all incoming calls নামে অপশন পাবেন। এখান থেকে এটি চালু করে দিন। তাহলে আপনার মোবাইলে ইনকামিং কল আসা বন্ধ হবে। তবে আউটগোয়িং কল বন্ধ করা যাবে না। আবার আপনি চাইলে কোন কল ব্লকার অ্যাপ দিয়েও সম্পূর্ণ কাজটি করতে পারবেন।
উপরে আলোচিত উপায় গুলো অনুসরণ করে আপনার মোবাইলে ইনকামিং কল বন্ধ করতে পারবেন। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।
4 মন্তব্যসমূহ
কিছুই বুঝতে পারলাম না আমি
উত্তরমুছুনপোস্টটি মনোযোগ দিয়ে আবার দেখুন। তারপর চেষ্টা করুন। ধন্যবাদ
মুছুনইনকামিং কল বন্ধ করার কোডগুলো কাজ করে না
উত্তরমুছুনবর্তমানে কোড গুলো কাজ করছে না। তাই নিচের অংশটি পড়ুন। সমাধান পাবেন আশা করি।
মুছুনআপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।